PC টিপস

আমি জানি আমার নিম্নোক্ত বিষয় গুলো কম বেশি সবারি জানা আছে। তার পর ও কিছুটা মনে করে দেয়ার জন্য লিখলাম। চেষ্টা করবো নতুন কিছু পোস্ট করতে.........।।

Ctrl+N=নতুন ডকুমেন্ট ফাইল খুলতে ব্যাবহার করা হয়।
Ctrl+O=পুরাতন বা সেভ করা ফাইল খুলতে।
Ctrl+P=প্রিন্ট বক্স সো করার জন্য।
Ctrl+R=টেক্স বক্সের ডান দিকে আনতে।
Ctrl+S=নতুন বা পুরাতন ফাইল সংযোজনের পর সেভ করতে।
Ctrl+T=সাধারন টেক্স নাম্বারিং এর জন্য সাহায্য করে বাম থেকে ২য় লাইন থেকে নিরদিষ্ট স্থান দূরে সরে যাবে।
Ctrl+U=টেস্ক এর নিচে দাগ দিতে ব্যাবহার করা হয়।
Ctrl+V=কপি করা যে কোন কিছু পেস্ট করতে।
Ctrl+W=প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যাবহার করা হয়।
Ctrl+X=সিলেকট করা কোন কিছু কাট করতে।
Ctrl+Y=পরবর্তী কাজে চলে যাওয়ার জন্য।
Ctrl+Z=পূর্ববর্তি কাজে চলে যাওয়ার জন্য।

Comments