ড্রাইভ পার্টিশন করুন কনো প্রকার সফটওয়্যার ছাড়া।


আসসালামু আলাইকুম। মর্ডাণ টেকনলজির সকল বন্ধুরা কেমন আছেন? শুরুতে আমার  প্রান ডালা ভালবাসা আর শুবেচ্ছা নিন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন।  আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছিএকটু মনোজুক সহকারে দেখুন আপনার কাজে আসতে পারেআজ  আমি আপনাদেরকে দেখাব কিবাভে ড্রাইভ পার্টিশন  করতে হয়, এবং  কোন প্রকার ডাটা না হারিয়ে ড্রাইভ পার্টিশন করা যায়আর এই কাজটি খুব সহজে করে নিতে পারেন যদি আপনার উইন্ডোজ থাকে, এবং কোন  প্রকার  সফটওয়্যার ছাড়াই এই সিস্টেম দিয়ে  ড্রাইভ পার্টিশন ঠিকই হবে, কিন্তু কোন ধরনের ডাটা হারাবে না । চলেন শুরু করি…………..
প্রথমে My Computer এর মাঝে রাইট বাটনে ক্লিক করে Manage ক্লিক করুন
এবার  ‍Storage  থেকে Disk Management ডাবল ক্লিক করুন
  এবার যে ড্রাইভ থেকে পার্টিশনন  করতে  চান সেটিতে রাই বাটন  ক্লিক  করে  Shrink Volume অপশন টি ক্লিক করুন
এখন আপনার ইচ্ছা মত কতখানি স্পেস করতে চান তা Shrink করে নিন মানে নতুন ড্রাইভটি কত জিবি করতে চান তা দেখিয়ে দিন
 এবার একটু খেয়াল করুন আপনার পপ আপ উইন্ডোজ টিতে একটা খালি রো স্পেস হয়ে আছে এটিতে রাইটে ক্লিক করে New Simple Volume ক্লিক করুন
 এবার Next ক্লিক করুন
 এবার নতুন ড্রাইভটি ফরম্যাট করে নিতে পারেন
 Next ক্লিক করুনএবং finish ক্লিক করুন
 ব্যাস আপনার কাজ শেষ এবার my computer প্রবেশ করে দেখুন আপনার নতুন একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে
 বিঃদ্রঃ আপনি যে ড্রাইভ থেকে পার্টিশন করবেন ওই ড্রাইভ থেকে আর ২য় বার পার্টিশন দিতে পারবেননা

সবাই  ভাল  থাকুন  ধন্যবাদ।

Comments