পাস ওয়ার্ড ভুলে গেছেন, সেটআপ দিতে হবে না?

পাস ওয়ার্ড ভুলে গেছেন, সেটআপ দিতে হবে না?

সাধারন ভাবে বলি যদি আপনি পাস ওয়ার্ড ভুলে গেছেন তবে হয়তো অবশ্যই সেট আপ দিতে হবে।তবে আমি আপনাকে একটি মজার টিপস বলছি। মনে করুন আপনি অন্য কারও কম্পিউটার চালাবেন। সেটার পাস ওয়ার্ড আপনার জানা নেই। যদি আপনি একবার খোলা পান কম্পিউটারটি, তবেই চলবে। বা আপনি আপনার পুরনো পাস ওয়ার্ড ভুলে গেছেন তবে কি করবেন বলুন তো। আমি সে সমাধান টা আমি আপনাদের কে দিচ্ছি।
প্রথমেই আপনি My computer এ গিয়ে রাইট বাটুন ক্লিক করুন এবং manage এ ক্লিক করুন সেখানে আপনি দেখবেন local users and group লেখা আছে।আপনি সেখানে ক্লিক করুন। আর  নিচের ছবিটি দেখুন...






আপনি উপরে দেখতে পাচ্ছেন local users and group এ ক্লিক করার পর user এবং group দুটি option দেখা যাচ্ছে পেজ টির মাঝা মাঝি।

এখন আপনি user এ ডাবল click করুন। তার পর যা দেখতে পাবেন তা হল কয়েকটি ইউজার নেম।নিচের ছবিটা দেখুন.........




আপনি নিচের অপশন এ বা ইউজার নেম এ রাইট বাটন ক্লিক করুন তার পর দেখবেন এরকম............
 set pasword
all tracks
delete
আরও কিছু

এখান আপনি set password এ ক্লিক করুন।
এরপর একটি massage আসলে proceed এ ক্লিক করুন। 

 

তার পর যে বক্স টি দেখবেন সেটি হল..



এখানে আপনি আপনার মন গরা পাস ওয়ার্ড দিন দুবার। এখানে আপনার নতুন পাস ওয়ার্ড সেট করতে পুরনো কোন পাস ওয়ার্ড এর প্রয়োজন হবে না। এর পর ওকে তে ক্লিক করুন। এই শেষ আপনার কাজ।

I hope that you will be success. so thanks a lot to all.
if you feel better so contact with me
+8801552691507
+8801815981387
e mail
manikhossain507@yahoo.com facebok
shanta.mylove@yahoo.com facebook

Comments