কম্পিউটার এর ক্ষতিকর আলো থেকে চোখকে বাচান ছোট একটি সফটওয়্যার এর মাধ্যমে

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন বন্ধুরা ? নিশ্চয়ই ভালো? এমন ও মানুষ আছে যারা দিন রাত  কম্পিউটার এর সামনে বসে থাকে। তাছাড়া ৭,৮ ঘণ্টা কম্পিউটার চালালেই চোখের ১২ টা বেজেজায়। বিশেষ করে যারা উইন্ডোজ এক্সপি 2/সার্ভিস প্যাক 3 ব্যাবহার করেন  তারা ডিসপ্লের আলো কমাতে পারেননা। কম্পিউটার এর আলো চোখের যথেষ্ট পরিমান ক্ষতি করে।  তাই আপনাদের জন্য আজ আমি মডার্ন টেকনোলজির মাধ্যমে নিয়ে এলাম ছোট একটি সফটওয়্যার। যার নাম F.lux
মাত্র 546.31 KB সফটওয়্যার টি আপনার চক্ষুকে ভালো রাখতে সাহায্য করবে সর্বক্ষণ। এটা অটোম্যাটিক দিন ও রাতের আলোকে চিনে নেবে এবং দিন ও রাতের হিসেবে আপনার কম্পিউটার এর ডিসপ্লে থেকে আলোর রশ্মি ছড়াবে। এটা ব্যাবহার করা খুবি সুজা এবং সহজ। শুধু সফটওয়্যার টি ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই পরিবর্তন টি নিজের চোখেই দেখতে পারবেন।

তাহলে  আর দেরি না করে এখনি ডাউনলোড করেনিন। আমি দুইটা ডাউনলোড লিংক দিলাম, যেকোনো টায় ক্লিক করে ডাউনলোড করে নিন।


ডাউনলোড করতে এখানে ক্লক করুন

অথবা
ডাউনলোড করত প্রথমে এখানে ক্লিক করুন। এরপর একটি পেজ আসবে উপরে ডানপাশে SKIP AD> লিখা আছে। আপনি SKIP AD> এ ক্লিক করুন এবং ডাউনলোড করুন।

অথবা,
ডাউনলোড করতে প্রতমে এখানে ক্লিক করুন। এরপর একটি পেজ আসবে উপরে ডানপাশে SKIP AD> লিখা আছে। আপনি SKIP AD> এ ক্লিক করুন এবং ডাউনলোড করুন।

Comments