google থেকে যেকোনো সফটওয়্যার এর সিরিয়াল কী বেরকরুন খুব সহজে

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করি 30 দিনের মেয়াদের ভিতর। যাকিনা 30 দিন পর আর ব্যাবহার করা যায়না কারন সিরিয়াল কি অথবা ক্র্যাক ফাইল লাগে। আবার অনেক সফটওয়্যার ইনুস্টল করা যায়না সিরিয়াল কীর জন্য। তখন আমরা সিরিয়াল কীর জন্য নেটে খুজা খুজি করে ও পাই না, বা যদিও পাই সফটওয়্যার সহ ডাউনলোড করতে হয়। কিন্তু google যদি একটু নিয়ম মত খুঁজি তাহলে খুব সহজেই পেতে পারেন আপনার কাংখিত সফটওয়্যার এর সিরিয়াল কী।
ধরুন আপনি একটি সফটওয়্যার এর সিরিয়াল কি বাহির করতে চান। তাহলে আপনাকে প্রথমে google এর হোম পেজে যেতেহবে। google এর হোম পেজে লিখুন আপনার সফটওয়্যারটির নাম স্পেস দিয়ে লিখুন 94FBR এবং সার্চ দিয়ে দেখুন আপনি সঠিক ফলাফল পাবেন।

আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য উধাহরন সরুপঃ ধরুন যে সফটওয়্যার টি কুজে বের করব তার নাম Nero. তাহলে প্রথমে google এর হোম পেজে যেতে ক্লিক করুন www.google.com এবং গুগল এর বক্স এ লিখুন Nero 94FBR
এবং এন্টার মারুন/ সার্চ করুন। দেখুন সঠিক ফলাফল পাবেন।




নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ( Modern Technology )

Comments