কম্পিউটার টিপস এন্ড ট্রিকস

আসসালামু আলাইকুম, বন্দুরা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির জুগে কম্পিউটার ব্যাবহার ব্যাপক। এক কথায় কম্পিউটার ছাড়া মানুষের যেন অচল হয়ে পড়ছে।
আমাদের জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার এর প্রয়োজন।

















কম্পিউটার এ রয়েছে হাজারো ধরনের কাজ , এবং রয়েছে নানান ধরনের সমস্যা।
সব কাজ কি আমরা সবাই জানি?
না জানিনা!
তবে বাংলাদেশের কম্পিউটার প্রযুক্তিকে এগিয়ে নিতে রয়েছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
কম্পিউটারে বিভিন্ন কাজের জন্য প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার।
এবং বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজন পড়ে বিভিন্ন সমাধানের।

আবার আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যাবহার করতে যে শকল সমস্যার সম্মুখীন হই সেগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়।

যেমনঃ ১।হার্ডওয়্যার।
        ২। সফটওয়্যার।

হার্ডওয়্যার সমস্যা বলতে বুঝায় কম্পিউটার এর আভ্যন্তরীণ কোন যন্ত্রাংশের সমস্যা। সেই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার এর হার্ডওয়্যার সম্পর্কে অনেক কিছু জান্তে হবে এবং যে পার্টসটির সমস্যা সেটি রিপ্লেস করতে হতে পারে (এই সব বিষয় শিখতে আমাদের এই ব্লগের বাম পাশ থেকে কম্পিউটার লেবেল এ ক্লিক করুন)।
















সফটওয়্যার সমস্যাটি অনেক মজার, যদি আপনি বুঝেন। আর যদি আপনি না বুঝেন তাহলে হবে অনেক ঝামেলার।
কম্পিউটার এর এমন কিছু সমস্যা আছে যে সমস্যায় পড়ে আপনি সারবিসিং সেন্টারে নিয়ে গেলে আপনার থেকে ৫০০- ২০০০ কিংবা এর চেয়েও বেশী টাকা হাতিয়ে নিতে পারে।
যা আপনি হয়তো ছোট্ট একটি সফটওয়্যার এর মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন।
আবারো রয়েছে সফটওয়্যার এর মাধ্যমে হাজারো ধরনের কাজ। যেমনঃ ফটোশপ, ভিডিও স্টুডিও, অফিস ইত্যাদি।

উপরুল্লেখিত কম্পিউটার এর বিভিন্ন সমস্যার সমাধান, কম্পিউটার এর বিভিন্ন ধরনের সফটওয়্যার, সফটওয়্যার এর বিস্তারিত বিবরন, কম্পিউটার এর যাবতীয় বিষয় নিয়ে আমাদের এই ব্লগে অনেক ধরনের পোষ্ট আছে। যা পরলে আপনি কম্পিউটার এর অনেক অজানা বিষয়ে যানতে ও শিখতে পারবেন।

আপনি শুধু কম্পিউটার বিষয়ক পোষ্ট পেতে আমাদের এই ব্লগের উপরে বাম পাসে দুটি Category আছে ।
এখান থেকে কম্পিউটার লিখায়  ক্লিক করুন
অথবা
এখানে ক্লিক করুন।  ==>>>        কম্পিউটার

লক্ষণীয় বিষয়ঃ এখানে দুটি ক্যাটাগরির মধ্যে একটি বাংলা এবং একটি English.
আপনি বাংলায় "কম্পিউটার" লিখায় ক্লিক করলে শুধু বাংলা কম্পিউটার বিষয়ক পোষ্টগুলো আসবে।
এবং English "Computer" লিখায় ক্লিক করলে শুধু English এ "Computer" বিষয়ক English পোষ্ট গুলো আসবে।

আমরা চেষ্টা করি কম্পিউটার বিষয়ক বিভিন্ন তথ্য খোলামেলা ভাবে উপস্থাপন করতে।

চাইলে আপনিও পারেন আপনার যানা বিভিন্ন তথ্য এই ব্লগের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে।

তাহলে আপনি masudcht86@gmail.com এই ইমেইলে আপনার ইমেইল নাম্বারটি পাঠিয়ে দিন।
আমরা আমাদের ব্লগে যুক্ত করে দিবো।
বিস্তারিত যানতে ফোন করুন এই নাম্বারে ০১৫৫৭৬৮৪৩৭৯
                                            01557684379

Comments