সর্দি ও কাশির চিকিৎসা জবাফুল গাছের মাধ্যমে


সর্দি ও কাশির চিকিতসাঃ আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের বলব জবাফুল গাছের সাহায্যে কীভাবে সর্দি ও কাশির চিকিৎসা করবেন।
সব ঋতুতেই মানুষের সর্দি কাসি হয়। সর্দি-কাশি কিরকম অস্বস্তিকর একটি রোগ এটা কম বেশী সবারি যানা আছে।

তাহলে এখন দেখুন কিভাবি জবা গাছের সাহায্যে সর্দি ও কাশির চিকিৎসা হয়।

চিকিতসাঃ যে কোন কারনে সর্দি এবং কাশি হলে জবা গাছের টাটকা মূল তিন থেকে চার গ্রাম পরিষ্কার পানি দিয়ে বেটে তার রসটা আধ কাপ ঠাণ্ডা পানি দিয়ে বেটে তার রসটা আধা কাপ ঠাণ্ডা পানি দিয়ে মিশিয়ে সকালে একবার এবং বিকালে একবার একই পরিমানে খেতে হবে। এভাবে তিনদিন খেলে রোগী সুস্থ হয়ে উথবে ইনশাআল্লাহ্‌।

আল্লাহ্‌ হাফেজ।

Comments