কৃমির চিকিৎসা রসূন দিয়ে


আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্দুরা। নিশ্চয়ই ভালো আছেন ? আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
রসুনঃ রসুন চিনেনা এমন কোন মানুষ নেই । কিন্তু রসুনের যে কত গুন তা হয়তো সবার যানা নেই। অনেকেরেই ধারনা রসুন শুধু একটি মশলা জাতীয় খাবার।  




কিন্তু হ্যাঁ মশলার পাশা পাশী এর রয়েছে বহুবিধ ঔষধি গুন। তা হয়তো অনেকের যানা নেই। তাই এখন আমি বলব কীভাবে রসুনের মাধ্যমে কৃমি নাস করা যায়।

ক্রিমিনাসকঃ রসুন মশলার পাশা পাশী একটি কৃমিনাশক ঔষধও বটে।

ঔষধ তৈরির নিয়মাবলিঃ চায়ের চামচের এক চা চামচ রসুনের রস, সমপরিমান চিনি মিসিয়ে সকালে খলি পেটে তিন দিন সেবন করলে ক্রিমির উৎপাত কমে যাবে।

বিঃ দ্রঃ এ ভাবে আপনি নিজে সিখে অন্নের সেবায় এগিয়ে জাবেন।

ধন্যবাদ সবাইকে। আল্লাহ্‌ হাফেজ।

Comments