যে কোন ওয়েবসাইট ব্রাউজিং করুন অফ লাইনে

আসসালামু আলাইকুম বন্ধুরা। সুস্ত আছেনতো সবাই? নিশ্চয়ই হ্যাঁ। আর তাই এখন আমি আপনাদের জন্য আরো একটি মজার সফটওয়্যার নীয়ে হাযির হয়েছি। আর কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।
এখনো অনেকেই সাইবার ক্যাফেতে বসে ইন্টারনেট ব্যবহার করছেন কিংবা বাসায় ইন্টারনেট আছে কিন্তু ব্যান্ডউইথ খরচ হবার ভয়ে মনমত ব্যবহার করতে পারছেন না।
তাই তাদের জন্য একটি সহজ সমাধান।
এখন আমি বলব আপনি কীভাবে যেকোন ওয়েবসাইট ডাউনলোড করবেন। এই কাজটি আইডিএম দিয়ে করা যায়, কিন্তু সেটা পেইড সফটওয়্যার। HTTrack Website Copier হল একটি website কপি করার ফ্রি software.। এই ফ্রি সফটওয়্যার মাধ্যমে আপনি কাজটি করতে পারেন।

কাজটি এভাবেঃ HTTrack Website Copier সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন (মাত্র 4mb)। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর প্রজেক্টের নাম দিন এবং info path এ সাইটটি কোন ফোল্ডার এ সেভ হবে সেটা দেখিয়ে দিন।
তারপর নেক্সট বাটন চেপে web address বক্সে আপনি যে সাইটটি ডাওনলোড করতে চান সেটির লিংক দিন এবং নেক্সট চাপুন।

আপনার কাজ শেষ! দেখুন এখন আপনার যে সাইট টি প্রয়োজন সে সাইট টি সম্পূর্ন কপি হয়ে যাবে আর আপনি তা Internet না থাকলে ও ব্যবহার করতে পারবেন পারবেন খুবই আরামছে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Comments