ক্ষয় রোগের চিকিৎসা রসূন দিয়ে


স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে আপনার মন ভালো থাকবেনা। আর মন ভালো না থাকলে আপনার কোন কিছুই ভালো লাগবেনা এবং কোন কাজে মন বসবেনা। আর আপনাকে বেচে থাকতে হলে অবশ্যই সাস্থের প্রতি সচেতন হতে হবে। কিন্তু আপনার সাস্থের প্রতি অন্যকেও এসে খেয়াল রাখবেনা নিজেকেই সচেতন হতে হবে।












তাই সবাই যেন নিজের সাধারণ চিকিৎসা টুকু নিজেই হাতের নাগালের জিনিশ দিয়ে নিজেই করতে পারেন শেই জন্য আমাদের লিখা।

ক্ষয় রোগঃ ক্ষয় রোগ হলে রসুনের ক্ষীর একটি উপকারি ও মহ ঔষধ। প্রাচিন চিকিৎসা পদ্দদিতে রসুনের ঘন ক্ষীর খয়াবার কথা উল্লেখ করা আছে। পূর্ণ বয়স্ক রোগীকে সারা দিনে ৫ (পাঁচ) গ্রাম পরিমান দিনে একবার খয়াতে হবে। রসুনের ক্ষীর যক্ষ্মা রোগের মহা ঔষধ।

সাধারণ সুস্থ মানুষ রসুনের ক্ষীর খেলে দেহের পুষ্টি সাধন হয় এবং শরীরের কর্ম ক্ষমতা বেড়ে যায়।

নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকার পরামর্শ দিন। আল্লাহ্‌ হাফেজ।

Comments