আপনার পুরনো ব্লগে কেউ ঢুকতে চাইলে অটোম্যাটিক আপনার নতুন ব্লগে চলে আসবে । এই ধরনের লিঙ্ক কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন দেখে নিন

আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাইকে শীতের অভিনন্ধন জানিয়ে শুরু করছি আমার এখনকার পোষ্ট। যাই হোক এখন কাজের কথায় আসি।
আপনার একটি পুরাতন ব্লগ আছে এবং ভিজিটরও অনেক, কিন্তু যে কোন কারনেই হোক আপনি আপনার ব্লগটি পরিবর্তন করে আরেকটি ব্লগ বানাতে চাইছেন। এখন আপনি ভাবছেন আপনার আগের ব্লগের ভিজিটর গুলো এই নতুন ব্লগ সম্পর্কে জানবে কিভাবে?

তাই এখন আমি আপনাদের বলবো কিভাবে পুরনো ব্লগ লিঙ্ক এ ক্লিক করবে কিন্তু প্রবেশ করবে আপনার নতুন ব্লগে । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে কাজটি করবেন ।

এখন আপনি আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Edit HTML থেকে Template এ ক্লিক করুন ।

এবার আপনার কীবোর্ড থেকে Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
                    
<head>

উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে বা নীচে, নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।

 <meta http-equiv="refresh" content="0;url=http://asobondhu.blogspot.com"/>


উপরের লাল রঙ এর Url মুছে সেখানে আপনার নতুন ব্লগ এর Url বসিয়ে দিন ।
এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।
আশা করি বুঝাতে পেরেছি। তার পরও কোন সমস্যা হলে কমেন্ট করবেন। আল্লাহ্‌ হাফেজ।

Comments