হৃদ রোগে অর্জুন গাছের ছাল একটি অনন্য ঔষধ


হৃদ রোগেঃ অনেক সময় হাই-ব্লাডপ্রেসারের জন্য বুকে ধড়ফড় করে, মাথা ঘোরে। কিন্তু যাদের এই রোগটি নেই, তাদের ক্ষেত্রে বুক ধড়ফড় করলে, মাথা ঘুরলে অর্জুনের ছাল আধা লিটার গরুর ধুদ এবং সমপরিমান পানি মিশিয়ে আঁচে সিদ্ধ করে নিতে হবে । জিখন ২৫০ মিলিলিটার থাকবে, তখন পাত্রটি আঁচ থেকে নামিয়ে ঠাণ্ডা করে বিকেলের দিকে খেলে বুক ধরফরানি অবশ্যই কমে যাবে। মাথা ঘোরাও কমে যাবে। 
সবার মঙ্গল কামনা করে এখানেই বিধায়।

Comments