আপনার ব্লগে যুক্ত করুন অটো মিউজিক প্লেয়ার। আর আপনার ব্লগে প্রবেস করলেই চলতে থাকবে আপনার দেয়া মিউজিক বা গান

বন্ধুরা-সবাই এই শীতের ঠাণ্ডা হিমেল হাওয়ায় আমার উষ্ণ ভালোবাসা নিবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরে আমিও অনেক ভালো আছি। যাই হোক আজ আমি আপনাদের জন্য যে পোষ্টটি লিখছি সেটি শুধুমাত্র ব্লগারদের জন্য। পোস্টটি খুবই একটি মজার, কারন আপনার ওয়েবসাইটে ঢুকা মাত্র সুন্ধর একটি মিউজিক বাজতে থাকবে।

তাহলে দেখুন কিভাবে আপনার ওয়েবসাইটে এই মিউজিক যুক্ত করবেন।
আপনাকে এই কাজটি করতে হলে জেবাবে করতে হবে ?
প্রথমে আপনাকে ব্লগার ডেসবোর্ডে লগ ইন  করতে হবে, তারপর layout ক্লিক করতে হবে।
নিচের চিত্রানুজায়ি >>>     




layout এ ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখবেন>>>
           

এবার আপনি add a gadgat এ ক্লিক করুন, তার পর নিচের চিত্রের মত দেখবেন>>>     

এখন HTML/Java script এ ক্লিক কুরার পর নিচের চিত্রানুজায়ি দেখতে পাবেন>>>




এবার আপনি টাইটেল লিখুন background music, এবং content বক্সে নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন......
<!-- Darmowy odtwarzacz muzyki na stronę z
http://www.soundimage.pl START //-->
<script id="player_type" language="javascript"
type="text/javascript">
var player_id=1;
var soundimage_player_start = 1;
document.write('<div id="soundimage_holder'+player_id+'"
align="center">');
document.write('<div id="soundimage_player_main'+player_id+'">
</div>');
document.write('<a id="soundimage_player_links'+player_id+'"
href="http://www.soundimage.eu/" target="_blank" title="Royalty
Free Music">Royalty Free Music</a>');
</script>
<script id="player_script" src="http://www.soundimage.pl/freemusic/
soundimage_player_en2.js" language="javascript"
type="text/javascript"></script>
<!-- Free website background music player from
http://www.soundimage.eu END //-->

এখন আপনি save বাটনে ক্লিক করুন, এবং আপনার যেখানে ইচ্ছা সেখানে রাখুন।
এখন আপনি আপনার ব্লগে ঢুকে দেখুন।
আজ এখানেই বিধায়। আল্লাহ হাফেজ।

Comments