রক্ত চাপ বৃদ্ধিতে শুষনি শাকের কার্যকারিতা

আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের জন্য নিয়ে হাযির হয়েছি রক্ত চাপ বৃদ্ধি হলে তার সুন্ধর সমাধান। 


রক্ত চাপ বৃদ্ধিতেঃ রক্ত চাপ খুব বেশি হয়ে গেলে শুশনি শাক ১২ গ্রাম বেটে পানিতে গুলে ছেকে নিন ।
এবার এর সাথে অল্প চিনি বা মিশ্রী চূর্ণ মিশিয়ে সরবত করে খাবেন ।
অম্লরোগী এবং ডায়াবেটিস রোগীর পক্ষে চিনি ও মিসরি বাদ দিয়ে, শাকের রস খেতে হবে ।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ্‌ হাফেজ।

Comments