খুব সহজেই ফ্ল্যাশ এনিমেশন তৈরি করুন ( পর্ব ১)

ফ্ল্যাশ এনিমেশন তৈরি করা শিখুন ধারাবাহিক ভাবে । (পর্ব - ১)

সবাইকে আমার প্রান ঢালা সুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকেরর পোষ্ট। আসা করি সবাই ভাল আছেন। এখন আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ফ্লাশ সম্পর্কে বেসিক ধারণা নিয়ে। আসা করি পোস্টটি আপনাদের  অনেক ভাল লাগবে।
বর্তমানে  সারা পৃথিবী জুরে 2D এনিমেশন এর জন্য ব্যাপক জনপ্রিয় ও বহুল ব্যবহৃত হচ্ছে । বিভিন্ন ওয়েবসাইটে কিছু ফ্ল্যাশ ফাইল দেখতে অনেক সুন্দর লাগে।
তাই এখন আপনিও পিছিয়ে থাকবেন ? নিজেই তৈরি করুন সুন্দর সুন্দর এনিমেশন।

তাহলে চলুন এখন আমরা ফ্ল্যাশ ইন্টারফের সাথে পরিচয় হই।
কারন প্রাথমিক ধারনা গুলো থাকলে আপনার ফ্ল্যাশ এনিমেশন তৈরি করতে সহজ হবে।
নিচের পাঁচটি টুল নিয়ে আমাদের এনিমেশন তৈরি হবে- আসুন জেনে নিই এ ৫টি জিনিস কি?
১। মেনুবার
২। টাইম লাইন
৩। টুলবার
৪। প্রবাটিজ বার
৫। প্যানেল 
যারা ফটোশপে ভাল দক্ষ তাদের বলতে হবে না এগুলো কি। ( এই এনিমেশনটি তৈরি করতে যে সফটওয়্যারটি প্রয়োজন তা ডাউনলোড করতে এখনে ক্লিক করুন। এর পর যে পেজটি আসবে তার নীচের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।
এখন থেকে ফ্ল্যাশ এনিমেশন সম্পর্কে ধারাবাহিক ভাবে লিখব , জাতে করে খুব সহজেই উন্নত মানের ফ্ল্যাশ এনিমেশন তৈরি করতে পারেন।
আপনাদের ভাল লাগলেই আমাদের এত পরিশ্রম করে লিখা সার্থক হবে। আপনাদের বন্ধুদের এবং ফেসবুকে আমদের পোষ্টের লিঙ্ক গুলি বা www.technologyrbd.blogspot.com লিঙ্কটি শেয়ার করুন, যাতে বাংলাদেশের মানুষ তথ্য ও প্রক্তি সম্পর্কে কিছু যানতে পারে। আর যত বেশি লোকে আমাদের পোষ্ট পরবে , আমরা ততো বেশি লিখতে আগ্রহী হব। তাই আমাদের ২য় পোস্টটি পরার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্‌ হাফেজ।
 
অন্যান্য পর্ব  গুলো পড়তে নিচে ক্লিক করুন।

Comments