শিশুদের শয্যা মুত্রে খুব ভালো একটি ঔষধ

অনেক শিশুদের ক্ষেত্রে দেখাজায় তারা একটু বড় হয়েও বিছানায় প্রস্রাব করে দেয়। এতে তার বাবা মা অনেক দুশ্চিন্তা বোদ করে। আর দুশ্চিন্তা নয় এখনি নিয়ে নিন এর একটি সুন্ধর সমাধান।

শিশুদের শয্যা মুত্রেঃ যে সব শিশু রাত্রে প্রতিদিন প্রস্রাব করে বিছানা বিজিয়ে ফেলে , সেসব ক্ষেত্রে নিসিন্দা পাতা চূর্ণ করে ২ গ্রেন বিকালে পানি সহ খাওয়াবেন।
এক সপ্তাহের মধ্যেই উপকার পাবেন । যদি এক সপ্তাহে না কমে , তাহলে সকালে ও বিকালে খেতে দিন।

Comments