চুল পাকা রোধে আমের কুশির ব্যাবহার

বন্ধুরা- সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার এখনকার পোষ্ট । অকালে চুল পাকা মানে খুবই একটি মারাত্মক খারাপ লাগার বিষয় । কালো রাখতে আমরা অনেক কিছুই করি । কিন্তু আমরা যদি জানি তাহলে হাতের কাছের সামান্য পাতার মাধ্যমেই পারি চুলকে কালো রাখতে। আমাদের এই লতা- পাতার হেকিমি চিকিৎসা স্থায়ী এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।












অকালে চুল পাকা শুরু করলেঃ
আমের কুশি (কোচি আমের আঁঠির শাঁস) ৫-৬ গ্রাম পরিমান এবং ২-৩ টি আমলকী এক সাথে করে থেঁতো করে ১০-১২ চা চামচ পরিমাণ পানিতে একটি লোহার পাত্রে ভিজিয়ে রাখার পর এগুলো ছেকে নিয়ে সে পানি চুলে লাগালে চুল পাকা কমে যাবে। 

Comments