Friday, November 15, 2013

ফোড়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে অর্জুন পাতা দিয়ে চিকিৎসা করুন

বন্ধুরা-আমার সালাম নিবেন। আসা করি ভালো আছেন ? আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো। জাই হোক ফোড়ার অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনি চিকিৎসা নিয়ে নিন অর্জুন পাতা দিয়ে।


ফোঁড়ায়ঃ ফোঁড়া পাকছেনা এবং অসহ্য যন্ত্রণা করছে , সে ক্ষেত্রে অর্জুনের পাতা ফোঁড়ার উপর রেখে কাপর ছিঁড়ে বেঁধে রাখলে দু-একদিনের মধ্যে ফোঁড়া ফেটে যাবে। ফোঁড়ার ভিতর থেকে পুঁজ এবং রক্ত বের হয়ে যাবার পর যাতে ঘা-তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্নে অর্জুন পাতার রস ঘায়ে দিলে ঘা তিন চার দিনের মধ্যে শুকিয়ে যাবে ।
আল্লাহ্‌ হাফেজ।

0 comments :

Post a Comment

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।