আপনার সাইটে যুক্ত করেনিন খুবই দারুন একটি recent ভিজিটর কাউনটার। আরো দেখতে পাবেন কোন দেশ থেকে ভিজিট হচ্ছে flag সহ

সবাই আমার সালাম নিবেন । আশা করি আপনারা অনেক ভালো আছেন । আর এতাই আমার কাম্য ।
আমি এখন আপনাদের সামনে যে পোস্টটি নিয়ে হাযির হয়েছি সেটি একটি খুবই মজার পোস্ট। তাহলে দেখুন কিভাবে আপনি কিভাবে  Recent ভিজিটর কাউন্টার যুক্ত করবেন আপনার ওয়েবসাইটে। এই কাউনটারটি আপনাকে
পৃথিবীর একটি গোলাকার মানচিত্রের মত দেখাবে, যা সত্যিই খুব আকর্ষণীয়।

আগেই বলে রাখি আপনার flash player সেটাপ দেয়া না থাকলে, অবশ্যই সেটাপ দিয়ে দিন।
তারপর এই লিঙ্কে ক্লিক করুন, কাউন্তারটি নিচের চিত্রের ন্যায় দেখতে পাবেন।

এবার আপনি get your globe এ ক্লিক করলে  নিচের চিত্রের ন্যায় আসবে।








 এখন প্রথম ঘর থেকে যে আইকনটি আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে, ২ নাম্বার ঘর থেকে আপনি globe টির
পিক্সেল কমাতে বাড়াতে পারেন। তবে আমি ডিফল্ট ভাবেই রাখছি কোন পরিবর্তন ছাড়া।
৩ নাম্বার ঘরের dot color যেভাবে আছে অভাবেই রেখে দিন , তবে আপনি চাইলে পরিবর্তনও করতে পারেন, এবং
background color কালো সিলেক্ট করে দিন। তারপর মাউস একটু নিচের দিকে স্ক্রল করুন, নিচের মত দেখবেন  
এখন কালো বক্সটিতে যে কোডগুলো দেখতেছেন সেগুলোতে কিছু না করে আপনি update এ ক্লিক করুন। তারপর নীল দাগ দেওয়া বক্সটিতে আপনার ওয়েব সাইট বা ব্লগের URL দিন, এবং submit বাটনে ক্লিক করুন।
ব্যাস এবার কালো বক্সের কোডগুলো কপি করুন, এবং আপনার সাইট বা ব্লগে গিয়ে HTML/JAVA সেকশনে কোডগুলো পেস্ট করুন।
লিখায় ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর কাজটি করতে গিয়ে কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেননা।
আল্লাহ হাফেজ।

Comments