আপনার পিসি স্লো হয়ে গেছে ? আর দুশ্চিন্তা করতে হবেনা। এখনি স্পিরিট বাড়িয়ে নিন, একদম নতুনের মত(ছোট্ট একটি সফটওয়্যার এর মাধ্যমে)

আসসালামু আলাইকুম। আসা করি সবাই অনেক ভালো আছেন, আর এটাই আমার কাম্য । বন্ধুরা আজ আপনাদের জন্য আমি একটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি।

তাহলে চলুন এবার কাজে আসা জাক।

আপনার পিছি কি স্লো হয়ে গেছে ? কোন কাজ করতে গেলে আপনার মাথা খগারাপ হয়ে জায় ?

তাহলে মাত্র তিনটি ট্রিকস্ এর মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিন একটি সফ্টওয়্যার। (লাইসেন্স কী সহ)

আপনার কম্পিউটার স্লো হওয়ার জন্য সাধারনত তিনটি কারন বিশেষ ভাবে দায়ী।
সেগুলো হল জথাঃ-
  1. ভাইরাসজনিত সমস্যা। অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস থাকলে। 
  2.  কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running থাকলে। 
  3. আপনার কম্পিউটারটি অনেকদিন Optimize করা না হলে।

আর আমি এখন একে একে এই সমস্যার সমাধান নিয়ে আলচনা করব, ইনশাআল্লাহ্‌ ।

সমস্যা ১, ভাইরাসজনিত সমস্যা। অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস থাকলে।
সমাধানঃ- আপনার কম্পিউটারে একটি ফুল ভাইরাস Scan করুন ।
আপনার যদি কোন অ্যান্টিভাইরাস না থাকে তাহলে আমি avast অ্যান্টিভাইরাস ডাউনলোড করার পরামর্শ দিব । অথবা আপনার পছন্দমতো কোন এন্টিভাইরাস ডাউনলোড করুন এবং সেটাপ দিন।অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটার Full and Deep Scan দিন ।

সমস্যা-২, কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running থাকলে।
সমাধানঃ- Remove করুন Useless Start up Program গুলো্ ।
আপনার Pc Startup list এ যে প্রোগ্রাম গুলো আছে, তা আপনার কম্পিউটার এর স্টার্ট আপ এর গতি স্লো করে । শুধু স্টার্ট আপ এর গতি স্লো করে তাই নয় এগুলো আপনার সিস্টেমকেও স্লো করে । আর আপনার র্যা ম Utilize করতে থাকে । এজন্য Startup program গুলো Remove করতে হবে ।

Startup program remove করতে চাইলে নিম্নোক্ত স্টেপগুলো অনুসরন করুনঃ

Start>> run>> msconfig >> startup ট্যাবে যান>> তারপর unchecked করুন যে প্রোগ্রাম গুলো আপনি পিসি চালুর সময় অটোরান না করতে চান ।

সমস্যা-৩, আপনার কম্পিউটারটি অনেকদিন Optimize করা না হলে।
সমাধানঃ- অনেক কম্পিউটার ইউজাররা Maintenance & Optimization সম্পর্কে জানেনা । কিন্তু এটা অবশ্যই জানা দরকার ।
আপনার কম্পিউটার এর স্পীড বাড়বে যদি আপনার কম্পিউটার সঠিক ভাবে Optimization করেন ।

আমি আপনাদের যে সফটওয়ার টি ইন্সটল করতে বলব টা হল Advanced System Care Free. এই সফ্টওয়্যারটি আপনার কম্পিউটার-এর যত্ন নিতে সাহায্য করবে । আর আপনাকে কম্পিউটার Optimize করতে সাহায্য করবে ।
প্রথমে Advanced System Care 6 Free ডাউনলোড করুন ।

Advanced System Care 6 সাথে আছে লাইসেন্স কি.... ফ্রি!!! ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

অথবা
Advanced SystemCare v7.1.0.387 Final    এখানে ক্লিক করুন

তারপর ইন্সটল করুন এবং রান করুন। রান করার পর যে উইন্ডো আসবে সেখানে অনেক অপশন আছে।
প্রত্যেকটি অপশন আলাদা আলাদাভাবে একেক কাজ করে । আপনি অবশ্যই বুজতে পারবেন আসা করি।

আপনি “SCAN” এই লেখাটায় ক্লিক করুন। আপনি দেখবেন অটোমেটিক সব সমস্যাগুলো ধরে দিবে এবং আপনি এর পর অটো-রিপেয়ার-এ ক্লিক করলে অটোমেটিক সব সমাধান হয়ে যাবে। Maintenance & Optimization এর কাজ শেষ ।

Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।

নিজে সুস্থ থাকুন এবং আপনার কম্পিউটারকেও সুস্থ রাখুন ।

Comments