মাত্র এক ক্লিকে একাধিক (ইচ্ছে মত) ফোল্ডার তৈরি করুন আপনার কম্পিউটারে

আসসালামু আলাইকুম। কেমন আছেন টেকনোলজি বন্ধুরা? আজ আপনাদের জন্য ক্ষুদ্র একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয় উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরী করতে পারেন এজন্য Start Manu  তে  গিয়ে All Programs থেকে Notepad টি  open  করতে হবে এবার নিচের সংকেতটি ( কোড ) নোটপ্যাডে লিখুন :
MD Blog  key  To  Success  Life  This  Text  Document  Batch  Programing 
এরপর File-Save as থেকে নোটপ্যাডটি Create Folder.bat নামে সেভ করুন । 

খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে । এই ফাইল এ ক্লিক করলেই একসঙ্গে ১০ টি ফোল্ডার তৈরি হয়ে যাবে ।
undefined

লক্ষ্য করুন, নোটপ্যাড এর কোডে যে নাম গুলো দিয়েছিলাম সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে । ইচ্ছে করলে আপনারা নিজের পছন্দমতো নাম নোটপ্যাড এ স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন । তবে সংকেত শুরুতে MD অবশ্যই লিখতে হবে ।আর যদি Folder এর ভিতর Folder তৈরি করতে চান তাহলে এভাবে লিখুন 
MD Blog\key\To\Success\Life\This তাহলেই হয়ে যাবে ।
ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দ্রিস্তি তে দেখবেন। আল্লাহাফেজ।

Comments