আপনার পিসি তে চালান জিপি ফ্রী ইন্টারনেট ( GP Free net For PC ) 23-05-2014

আসসালামু আলাইকুম।  কেমন আছেন? আজ আপনাদের জন্য গ্রামীণ ফোন এর ফ্রী ইন্টারনেট নিয়ে হাজির হয়েছি। এই ব্লগে আর কয়েকটি  ফ্রী ইন্টারনেট এর পোস্ট আছে যা এখনো কাজ করছে। তবে জারা চালাতে পারছেন না তারা এই পোস্ট টি ট্রাই করুন। এই পোস্ট এ কিভাবে কম্পিউটার এ ফ্রী ইন্টারনেট চালাবেন তা নিয়ে আলোচনা করব। এর পরেই মোবাইল ফ্রী ইন্টারনেট এর পোস্ট প্রকাশ করা হবে।

পিসি তে কিভাবে ব্যবহার করা যায় দেখেনেই
যা যা লাগবে 

  • Simple servers
  • ইন্টারনেট  কানেক্ট করার জন্য মডেম অথবা নোকিয়া পিসি সুইট
  • ইন্টারনেট  এর মেয়াদ আছে এমন একটি সিম        
(জিপি যে কোন নেট পাকেজ চালু থাকতে হবে অবশ্যই মেয়াদ থাকতে হবে। স্পীড ভাল পেতে ৩জি মিনি প্যাক চালু করুন *500*11*1# ডায়াল করে )
আপনি চাইলে যেকোনো প্যাকেজের মেয়াদ কে বাড়িয়ে নিতে পারেন। এর জন্য এখানে দেখুন
 আমি সাধারনত পিসি তে দুই টি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি যার একটি দিয়ে ফ্রী নেট ব্যবহার করি
নতুন অ্যাকাউন্ট খুলতে আপনার পিসি তে কন্ট্রোল প্যানেল গিয়ে ইউজার অ্যাকাউন্ট হতে নতুন একটি ইউজার অ্যাকাউন্ট খুলুন ।
নতুন ইউজার এ প্রবেশ করে । gpwap দিয়ে কনফিগারেশন করুন
তার পর কন্ট্রোল প্যানেল ইন্টারনেট অপশনএ গিয়ে যে কনফিগ করলেন তার সেটিং গিয়ে
Proxy address: 127.0.01 Port: 8080 দিন

বি দ্রঃ আপডেট মজিলা ফায়ার ফক্স ও আই ডি এম থাকলে সব থেকে ভাল হয়
এখন মজিলা ফায়ার ফক্স ওপেন করে Option /Advance/Network/setting
Manual proxy configuration সিলেক্ট করে
HTTP proxy : 127.0.0.1 port: 8080 দিন

এবার আই ডি এম ওপেন করে
option/proxy তে গিয়ে
use proxy তে টিক দিন
proxy server address : 127.0.0.1 port: 8080 দিন




এখন নেট চালু করে সিম্পল সার্ভার ওপেন করুন রেডি লেখা আসলে । ব্যবহার করা শুরু করুন
৩জি তে যারা আছেন তারা ভাল স্পীড পাবেন । আর যারা ২ জি তে আছেন তারা রাত ১২টা হতে সকাল ১০টা পর্যন্ত ভাল স্পীড পাবেন । তবে ব্রাউজিং স্পীড থেকে ডাউনলোড অনেক ভাল ।

Comments