Symphony W140 Root, CWM Recovary and MiUi Custom Rom - সিম্ফনি W140 রুট, CWM রিকভারি এবং MiUi কাস্টম রম (না দেখলে মিস)

আসসালা মুয়ালাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে Symphony W140 ডিভাইসটিতে CWM Recovary ইনস্টাল করবেন এবং তার সাথে সাথে দেখাব কিভাবে MiUi Custom Rom ইনস্টাল করবেন।
Symphony W140 Root না করা থাকলে, রুট করার জন্য এই লিঙ্ক দেখুন......
রুট করা হয়ে গেল.........তাহলে আপনি আর মাত্র দুই ধাপ দূরে...............
ধাপ - ১।
           এবার  এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন । ( জিপ পাসওয়ার্ড  CwMw14o  ) তারপর জিপ থেকে recovary.img ফাইলটি SD Card এ রাখুন এবং এখান থেকে Mobileuncle Tool ডাউনলোড করে নিন, নিচের মত করে recovary.img ফাইলটি ফ্লাস করুন।

 চিত্র-১


 চিত্র-২


এবার আপনার ফোনের Powre Off করুন, ভলিঊম আপ + পাওয়ার বাটন চেপে recovary মুডে প্রবেশ করুন।
নিচের মত আসলে বুঝতে পারবেন আপনি সফল ভাবে CWM ইন্সটাল করতে পেরেছেন...




 ধাপ - ২।

এবার এখান থেকে miui_h120_dnle71_4.7.4_a4e0955d50_4.2.zip ফাইলটি ডাউনলোড করুন, তারপর জিপ ফাইলটি এক্সট্রাকট (জিপ পাসওয়ার্ড mIuid1for0 ) করে SD কার্ড-এ রাখুন। আবার আপনার ফোন পাওয়ার বন্ধ করে ভলিঊম আপ + পাওয়ার বাটন চেপে recovary মুডে প্রবেশ করুন। 
এবার নিচের মত করে কাজ করুন......


- Wipe cache, data, dalvik cache, system.

- Select Install Zip From SDCard and Flash Zip File.

- Reboot. First boot may takes several minutes 


Comments