IDM দিয়ে ডাউনলোড শুরু না হওয়া, ফেইল হওয়া অথবা ভিডিও ডাউনলোড করতে না পারা সমস্যার সমাধান। IDM CC is incompitable with firefox

আসসালামু আলাইকুম।
IDM অথবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কম্পিউটার ব্যাবহারকারীদের কাছে এক অত্যাবশকীয় সফটওয়ার। ডাউনলোডারের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই সফটের পাইরেটেড ভার্ষনের সাথেই আমরা সাধারনত বেশি পরিচিত।
অনেক সময় দেখা যায় IDM ইন্সটল থাকার পরও ডাউনলোড শুরু হয় ব্রাউসার দিয়ে।অথবা শুরু হওয়ার সাথে সাথে ফেইলড হয়।এটাকে বলে IDM Incompitable Problem.
স্বাধারনভাবে যখন ব্রাউসারের ভার্ষনের সাথে IDM এর ভার্ষন Compitable না হয়, তখন এই সমস্যা দেখা দেয়।
এর ফলে Youtube ভিডিওর উপরে চিরচেনা সেই ভিডিও ডাউনলোড টুলবারও হাওয়া হয়ে যায়।
এই সমস্যা বিশেষ করে ফায়ারফক্স এবং ফায়ারফক্স বেইসড ব্রাউসারগুলাতে বেশি দেখা দেয়।
যা করনীয় –
প্রথমেই আমাদের আইডিএম এবং ফায়ারফক্সের সর্বশেষ ভার্ষন ইন্সটল করে নিতে হবে।
সবসময় ফায়ারফক্সের সর্বশেষ ভার্ষন পাবেন এই এড্রেসে।
http://is.gd/MFirefox
আইডিএম  7  না থাকলে Activated Version ডাউনলোড করে নেন এখান থেকে
ইন্সটল করার পুর্বে আগের ভার্ষন Uninstall করে নিতে হবে।
এবার ফায়ারফক্স ওপেন করেন, about:addons এই এড্রেসে যান অথবা Manu থেকে Addons ওপেন করেন। এখানে Extension ট্যাবে IDM CC অপশনের পাশে থাকা Enable বাটনে ক্লিক করেন। আশা করি ঠিক হয়ে যাবে।
তবে অনেক সময় IDM CC ইনেবল করা যায় না। IDM CC is incompitable with firefox এরর ম্যাসেজ দেখায়।

এই সমস্যা যাদের করে তারা Getidmcc.com এ যান > এখানে প্রথমে Install এবং পরে Allow বাটনে ক্লিক করেন।

এবার পুনরায় Addons > Extension এ যান এবং IDM CC Enable করে ফায়ারফক্স রিস্টার্ট করেন।

এখন ডাউনলোড দিয়ে দেখেন,IDM দিয়েই শুরু হবে।
ইউটিউবে যেকোন ভিডিও লিংকে যান।দেখবেন নিচের মত ডাউনলোড টুলবার এসে রইছে।

যদিও ঠিক হয়ে যাওয়ার কথা,তবে এরপরেও যদি কারো এই সমস্যা থেকে থাকে।এখান থেকে IDM CC ডাউনলোড করেন।
এটা ফায়ারফক্স দিয়ে ওপেন করেন অথবা টেনে এনে ফায়ারফক্সের যেকোন ট্যাবে ছেড়ে দেন।এবার উপরে বর্নিত সিস্টেমের Add ons টা Enable করেন।

ইউটিউব ভিডিও ডাউনলোড টুলবার না আসলে এই এড্রেসে যান –
https://addons.mozilla.org/en-US/firefox/addon/easy-youtube-video-download/

এখান থেকে Add ons টা ইন্সটল করেন।এবার Youtube ভিডিওতে গেলে উপরের ৪ নম্বর চিত্রের বাম পাশে নিচে চিহ্নিত ডাউনলোড বাটন দেখতে পারবেন।

আজকে এপর্যন্তই,আরেক সময় দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে।

Comments