এন্ড্রয়েডে qpython ইউসারদের জন্য জটিল একটা ট্রিক্স। 2015

প্রথমেই বলি যে এই ট্রিক্সটা শুধু এয়ারটেল ব্যবহার কারীদের জন্য। যারা অপেরা দিয়ে ফ্রি চালান তারা এয়ারটেল এ 50 20=70 মেগা ফ্রি চালাতে পারেন।কিন্তু যারা qpython দিয়ে চালান তারা এটা করতে পারেন না। তাদেরকে ৫০ মেগা চালিয়ে শান্ত থাকতে হয়।
যাক এটা কঠিন কিছু না।qpython ট্রিক্স এ আপনার একটা জিপ ফাইল নামিয়ে থাকেন।ঐ জিপ ফাইলে simpleserver.ini নামে একটা ফাইল থাকে।মূল কাজ এই ফাইলটার ই। প্রথমে ঐ ফাইলটাকে simpleserver.txt নামে রিনেম করেন।এখন এটি office suite দিয়ে ওপেন করেন।এবার টেক্সট এর একটু নিচে 0.facebook or tk1store.airtellive.mobi নামে সার্ভার এড করা থাকবে।যখন tk1store.airtellive.mobi সার্ভারের মেগা শেষ হবে তখন এই পদ্ধতিতে 0.facebook.com সার্ভারটা বসিয়ে দিবেন।তখন আপনি ২০ মেগা বেশি চালাতে পারবেন।ভাল লাগলে কমেন্ট কইরেন।
আর হ্যাঁ......
আপনার মোবাইল এর ফ্রী ইন্টারনেট বিষয়ক পোস্ট সব সময় সবার আগে পেতে ডাউনলোড করুন ==>> Download<<


Comments