এন্ড্রয়েডে ইন্টারনাল মেমোরি কম??? এই সমস্যা আর নয়। আসুন এই সমস্যার সমাধান করি এখন নিজেই।

অনেকেই এই পদ্ধতি জানেন অনেকে জানেন না।

যা যা লাগবে

  • ১। রুটেড এন্ড্রয়েড ফোন
  • ২। কম্পক্ষে 4 gb মেমোরি কার্ড।(২gb মেমোরি কার্ডে করা যেতে পারে।কিন্তু তখন এক্সটারনাল মেমোরি কম হয়ে যাবে)
  • ৩। Link2sd সফটওয়্যার https://market.android.com/details?id=com.buak.Link2SD&hl=en
  • ৪। Mini tool partition wijard/EASEUS Partition Master Home Edition http://www.partitionwizard.com/download.html

 

পদ্ধতি

:arrow: ১।যেহেতু আপনার মাইক্রোএসডি মেমরি কার্ডের একটি পার্টিশন তৈরি করা হবে তাই আগে সব কিছু কম্পিউটারে ব্যাকআপ রেখেনিন যাতে কোন সমস্যা হলে কোন ডাটা না হারায়।
:arrow: ২।সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ
  • প্রথমে আপনার ফোন এর Setting>Developer options এ গিয়ে Usb debugging এ টিক মার্ক দিন।
  • Connectivity তে গিয়ে Usb connection mode এ Mass storage mode(MSC) সিলেক্ট করুন।
  • তারপর কম্পিউটারে Mini tool partition wijard ইন্সটল করুন।Usb দিয়ে আপনার ফোন pc তে কানেক্ট করুন। Mini tool partition wijard চালু করুন।আপনার মেমোরি কার্ড সিলেক্ট করুন। উপরের দিকে দেখেন Move/Resize নামের একটা বাটন আছে। ওইটাতে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত কাজ করতে থাকুন।

:arrow: (Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।)






:arrow: এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।
:arrow: ৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।
:arrow: ৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)

:arrow: Superuser request Allow করুন

:arrow: নিচের মত messege দেখালে ফোন restart করুন

তাহলেই মুল কাজ শেষ।
:arrow: ৫। সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য Link2sd চালু করে Menu>Storage info তে গেলে নিচের মত দেখাবে

:arrow: ৬। এরপর Menu>Multiselect এ যান।

:arrow: এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)

:arrow: App মার্ক করা শেষ হলে Menu>Action>Create link সিলেক্ট করেন।

:arrow: নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।তারপর ok দেন।

:arrow: কাজ শেষ হলে নিচের মত দেখাবে।

:arrow: এরপর menu>configure এ গিয়ে Autilink এ টিক মার্ক করে বের হয়ে আসুন।

কাজ শেষ। লেখায় ভুল হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

Comments