3g নেটওয়ার্ক দুর্বল থাকার কারনে আপনার মোবাইল বা কম্পিউটারে 3G নেটওয়ার্ক পাচ্ছেন না?? তাহলে এই পোস্টটি দেখতে পারেন। নতুনদের জন্য।

আসসালামু আলাইকুম। কেমন আছেন ??  যদি আপনি কম্পিউটার ব্যাবহার কারি হন তাহলে একদম নিচে দেখুন। 

মোবাইল 3G
আপনার এলাকায় 3G নেটওয়ার্ক আছে কিন্তু নেটওয়ার্ক কম (দুর্বল) অনেকের মোবাইলে 3G net পায় কিন্তু আপনারটায় পাচ্ছে না। তাহলে নিচের স্টেপ টা ফল করে দেখতে পারেন।



যদি আপনার ফোনে 3G না পায়ঃ-- আপনার মোবাইল এর নেটওয়ার্ক সেটিংস্‌ টি একটু পরিবর্তন করে দেখুন। প্রথমে setting এ জান। এর পর More এ ঢুকুন। এবার cellular networks এ ঢুকুন। এবার network Mode এ জান। দেখুন এখানে 2G/3G (Auto) সিলেক্ট করা আছে। আপনি 3G only সিলেক্ট করে দিন। (কিছু কিছু মোবাইলে একটু ভিন্ন সেটিংস্‌ ও হতেপারে। তবে মোট কথা হল Netwark Mode টা চেঞ্জ করতে হবে। এতে করে আপনার এরিয়ায় 3G নেটওয়ার্ক কম থাকলেও আপনি 3G নেট পাবেন। আর যদি আপনার এরিয়ায় 3G নেটওয়ার্কই না থাকে থালে নো সার্ভিস দেখাবে। ধন্যবাদ।

কম্পিউটার 3G ইন্টারনেট
আর হা আপনার কম্পিউটার  3g পাওয়ার জন্য এখানে ক্লিক করে দেখুন।
অথবা নিচে ক্লিক করুন

আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই? দেখুন কিভাবে আপনিও থ্রিজি চালাবেন। 

কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ।

Comments