উইন্ডোজ সমস্যা সমাধান "You may be a victim of software counterfeiting" মুছে ফেলুন খুব সহজে

আসসালামু আলাইকুম। কেমন আছেন ??
আমরা বেশিরভাই কম্পিউটার ব্যবহারকারীরা সাধারণ বা পাইরেট সফটওয়্যার ব্যবহার করে থাকি আমাদের মধ্যে বেশিরভাগই সাধ্য না থাকায় আমরা বাজারের লোকাল ডিস্কের অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি কিন্তু কিছু দিন ব্যাবহার করার পর সমস্যা দেখাদেয়। তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে আজ কের মূল বিষয়। আমরা প্রায়ই এই সমস্যায় পরে থাকি। সেটি হচ্ছে আমাদের কম্পিউটার এর এক কোনয় এই ম্যাসেজ টি দেয়। You may be a victim of software counterfeiting. এবং ডিসপ্লের থিমস কাল হয়ে জায়। এ ধরনের সমস্যায় পড়লে আপনি খুব সহজেই সমাধান করতে পারেন

সাধারনত হয় কি, উইন্ডোজের সবশেষ আপডেট হালনাগাদ বা সার্ভিসপ্যাক হালনাগাদ করলে এ ধরনের সমস্যা হয়ে থাকে যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন বিস্তারিত নিম্নরুপ : প্রথমে Run থেকে Regedit টাইপ করে এন্টার দিন এবং HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান এখন আপনি Notify ফোল্ডারে লক্ষ্য করুন WGALOGON নামে একটি সফটওয়্যার রয়েছে এ ফোল্ডারটি ডিলেট করে দিন এখন চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করে রিস্টার্ট দিন।

Comments