আপনার Andorid ফোনের ডাটা চালু করলেই অটোমেটিক APPS ডাউনলোড হয়? নিয়ে নিন সমাধান।











আসসালামু আলাইকুম
সকল বন্দুরা কেমন আছেন
আশা করি ভালো
গুগল প্লে-স্টোরে স্বয়ংক্রিয় অ্যাপ
আপডেট বন্ধ করার পদ্ধতি
গুগল প্লে থেকে আমরা যে সকল
অ্যাপলিকেশন বা গেমগুলো ইন্সটল করে থাকি সেগুলো মাঝে মধ্যেই আপডেট হয়।
.
হ্যাঁ, আপডেট হওয়াটা খারাপ কিছু নয় বরং এতে অ্যাপলিকেশনগুলোর পারফর্মেন্সে
বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়।
.
তবে যারা শুধুমাত্র সেলুলার নেটওয়ার্কের ডাটা ব্যাবহার করেন প্রাইমারী ভাবে তাদের জন্য এই অটোমেটিক আপডেটটা বেশ
বিরক্তিকর।
.
কেননা, এতে করে বেশ কিছু ডাটা খরচ হয়ে যায়। এবং আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানেন আমাদের দেশের সেলুলার নেটওয়ার্কগুলোর ডাটা সার্ভিস
সম্পর্কে!
.
যাই হোক, এই অটো- আপডেটের সমস্যা কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব।
চলুন, পদ্ধতিটি জেনে নেয়া যাক।
অটো-আপডেট বন্ধ করার পদ্ধতিঃ

Comments