আপনার এন্ড্রয়ড ফোনে যে কোনো অ্যাপ (App) ইন্সটল করুন সরাসরি কম্পিউটার থেকে

আসসালামু আলাইকুম,

বন্ধুরা কেমন আছেন? আশাকরি আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজকে বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট এবং সহজ একটি টিউন নিয়ে হাজির হয়েছি। আপনারতো প্রায় সময়ই গুগুল প্লেস্টোর (Google play store) থেকে আপনাদের এন্ড্রয়ড ফোনে বিভিন্ন অ্যাপ (App) বা গেইম (Game) ইন্সটল করে থাকেন। এটি এন্ড্রইড ফোন ব্যবহার কারিদের জন্য অতি সহজ একটি কাজ। কিন্তু যারা এন্ড্রইড ফোন ব্যবহারের পাশাপাশি অফিস আদালতে বা নিজেদের কর্মস্থলে কম্পিউটার এবং লেপটপ নিয়ে ব্যস্ত থাকেন তারা অনেক সময় বিভিন্ন ওয়েবপেইজে বিভিন্ন রকম চমকপ্রদ App বা Game এর Ad দেখে আকর্ষিত হন, কিন্তু যখনই দেখেন যে App টি APK ভার্সন অর্থাৎ ডেস্কটপ বা লেপটপ সাপোর্টেড (Supported) নয় তখন অনেকেই কিছুটা হতাশ হন বৈ কি ! হাতের কাজ ফেলে বর্তমান ডিজিটাল সময়ের হাজারো ব্যস্ততার মাঝে পকেট থেকে Android ফোন বাহির করে মোবাইল ডাটা চালু করে গুগুল প্লেস্টোর ওপেন করে কম্পিউটারে দেখা সেই App টি সার্চ করে ডাউনলোড করা এবং ইন্সটল করা আমাদের কয়জনের পক্ষে সম্ভব হয় সত্যি করে বলুন তো!

















































নিচের প্রথম থেকে শেষ পর্যন্ত ভাল ভাবে দেখুন।

 ধন্যবাদ সবাইকে।

Comments