সারা দিন স্মার্টফোন চার্জ না দিয়ে । মাত্র পাঁচ মিনিটেই পুরো চার্জ নেবে স্মার্টফোন!








আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো
আজ আমি স্মার্টফোনে কিভাবে পাঁচ মিনিটেই পুরো চার্জ নেবে
পাঁচ মিনিটেই পুর্ণ চার্জড হবে স্মার্টফোনের ব্যাটারি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সামনের বছরই
গ্রাহকের জন্য বাজারে আসতে পারে এই প্রযুক্তি।
২০১৫ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমারস ইলেক্ট্রনিক শো-তে প্রথমবার এই প্রযুক্তি দেখায়
ইসরাইয়েলি স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্টোরডট। তাদের এই ব্যাটারি প্রযুক্তির নাম বলা হচ্ছে ফ্ল্যাশব্যাটারি।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডোরন মেয়ারসডর্ফ বিবিসি-কে বলেন, ২০১৮ সালের শুরুর দিকেই এর উৎপাদন শুরু করার প্রত্যাশা করা
হচ্ছে। এদিকে সিসিএস ইনসাইট-এর প্রযুক্তি
বিশ্লেষক বেন উড বলছেন, স্টোরডট- এর এমন দাবি নিয়ে তার সন্দেহ রয়েছে।২০১৫ সালে মেয়ারসডর্ফ বলেন, তাদের ব্যাটারিতে এমন উপাদান রয়েছে যাতে ‘প্রথাগত’ বিক্রিয়া নেই। ফলে এটি অ্যানোড থেকে ক্যাথোডে অস্বাভাবিকভাবে দ্রুত হারে আয়ন স্থানান্তর করতে পারে। ২০১৫ সালে উন্মোচনের সময়
ব্যাটারিগুলোর কিছু সংস্করণ বেশির ভাগ স্মার্টফোন ব্যাটারির তুলনায় পুরু ছিল। কিন্তু মেয়ারসডর্ফ-এর
দাবি ব্যাটারিগুলো এখন বাজারের জন্য প্রস্তুত।

Comments