দেখেনিন কি ভাবে আইফোন সিক্সে নাম্বার আনব্লক করবেন একদম সহজ পদ্ধতিতে











আপনি যদি আপনার ব্যবহৃত আইফোন সিক্স থেকে কোন ফোন নাম্বার ব্লক করে থাকেন এবং সেটি আবার
আনব্লক করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আবার নাম্বারগুলো আনব্লক করতে পারেন।
প্রথমে আইফোনের হোম স্ক্রিনে থাকা সেটিংস ওপেন করে স্ক্রল করে নিচে যেতে হবে। সেখানে থেকে যেতে হবে ‘ফোন’ এ। ফোন সেটিংস এ গেলে পাওয়া যাবে ‘কলস’। ‘কলস’ এ গিয়ে ‘ব্লকড’ এ ট্যাপ করলে ব্লক করা
নাম্বার এবং কন্ট্যাক্টগুলো দেখতে পাওয়া যাবে।
‘ব্লকড’ স্ক্রিনে প্রাপ্ত তালিকা গুলোর ওপর ডান থেকে বাম দিকে ‘সোয়াইপ’ করলে ওই নাম্বার বা কন্ট্যাক্ট এর জন্য একটি লাল রঙের আনব্লক বাটন আসবে। যদি আপনি
একাধিক নাম্বার একসাথে আনব্লক করতে চান, তাহলে স্ক্রিনের উপরের ডান কোণের ‘এডিট’ বাটনে ট্যাপ
করতে হবে। তারপর তালিকায় থাকা নাম্বারগুলোতে সোয়াইপ না করে শুধু ট্যাপ করে গেলেই হবে।












Comments