মালাকুল মউতের মৃত্যু - মৃত্যুর আগে ও হাশরের ৩


মৃত্যু
 মৃত্যু আল্লাহ তায়ালার আদেশ মাত্র। আর এ  আদেশ পালনকারী ফেরশতা হলেন
হযরত আযরাঈল (আঃ)। এজন্য হযরত আযরাঈল (আঃ)- কে মালাকুল মউত বা
মৃত্যুর ফেরশতা বলা হয়। এখানে কারো সন্দেহ হতে পারে বা মনে প্রশ্ন জগতে
পারে যে, আযরাঈল (আঃ) যেহেতু মৃত্যুর ফেরশতা, তাই, হয়ত তার আত্মা কবয
করা হবে না। এ সন্দেহের উত্তরে আমরা বলব, না, বরং পৃথিবীর ধ্বংস হবার প্রাক্কালে
হযরত আযরাঈল (আঃ) আরাশ বহনকারী চার ফেরেশতা ও অন্য প্রধান তিন
ফেরেশতা ব্যতীত সকল প্রাণীর আত্মা সংহার করবেন। পরে কেয়ামত তথা
পুনরুত্থানের পূর্বে তাঁদের আত্মা কবয করে ফেলবেন। হযরত আযরাঈল (আঃ) সকল
প্রানির জীবন হরণ করে অবশেষে নিজের জীবন নিজে হরণ করবেন। যখন তিনি সকল
জীব- জন্তু,জ্বীন,ফেরেশতা সবারই আত্মা কবয করে শেষ করবেন, তখন আল্লাহ
তায়ালা বলবেন- হে আযরাঈল! এবার তোমার নিজের আত্মা নিজেই সংহার কর।
আল্লাহ তায়ালার এ আদেশ লংঘন করার বিন্দুমাত্র শক্তি হবে না। তাই তিনি
আপন আত্মা সংহার করার ভয়ে এরূপ বিকট চিৎকার করে উঠবেন যে, সঙ্গে সঙ্গে
তাঁর আত্মা বের হয়ে যাবে। তখন এক অদ্বিতীয় আল্লাহ তায়ালা ব্যতীত আর কেউ
কোথাও জীবিত থাকবে না।
সুত্রঃ মৃত্যুর আগে ও হাশরের পরে পৃষ্ঠা ১৩-১৪

যারা আগের পস্টটি পড়েননি তারা পড়তে পারেন



Comments