পাওয়ার ব্যাংক কেনার আগে যেসব জিনিস আপনার জানা প্রয়োজন।












কোথাও বেড়াতে যাওয়া কথা ভাবছেন অথবা সামনে লম্বা কোন ছুটিতে বাড়ি যাবেন। টুকটাক কেনাকাটা ও ভ্রমণ সামগ্রী গোছানোর কাজও চলছে। এর মধ্যে পাওয়ার ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আইটেম হতে পারে।কেননা ভ্রমণকালে যোগাযোগ রক্ষায় এটি দারুণ কাজে দেবে।
আপনার স্মার্টফোন শুধুমাত্র কথা বলার যন্ত্র নয়। ইন্টারনেট ব্যবহার করার জন্য আদর্শ ডিভাইসও। সঙ্গে যদি গেমস খেলার নেশা থাকে তা হলে তো কথাই নেই। কখন যে চুপিসারে আপনার স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যাবে, আপনি নিজেও জানবেন না।
সেই জন্য জরুরি মুহূর্তে ফোনের চার্জ শেষ হয়ে গেলে, সেই বিপদজনক পরিস্থিতির মোকাবেলায় রয়েছে পাওয়ার ব্যাংক।
সেজন্য সঙ্গে নিয়ে নিন একটি পাওয়ার ব্যাংক। চাহিদার উপর নির্ভর করে বাজারে নানা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। ব্র্যান্ড ও মডেল অনুযায়ী রয়েছে রকমভেদ।
তাই কেনার সময় ব্যবাবহারকারীরা কোনটা রেখে কোনটা কিনবেন তা ঠিক বুঝে উঠতে পারেন না। পাওয়ার ব্যাংক কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তা তুলে ধরা হলো:


Comments