এবার স্মার্টফোনেও র্যানসমওয়্যার ভাইরাস










আসসালামু আলাইকুম
কেমন আছেন আশা করি ভালো,
গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে WannaCry নামের র্যানসমওয়্যার ভাইরাস৷ তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে ওই ভাইরাস৷
অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা Webroot-এর গবেষক এরিক ক্লোনঅস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র্যানসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা৷
মোবাইল ভাইরাসটির চরিত্র হবে হুবহু কম্পিউটার ভাইরাসটির মতোই৷ আক্রান্ত মোবাইলটিকে লক করে দেবে ওই ভাইরাস৷ তারপর ২০০ বা ৩০০ ডলারের র্যানসম দাবি করা হবে৷

Comments