উইন্ডোজের প্রোগ্রাম ফাইল যদি না খোলে তা হলে কি করবেন

উইন্ডোজের প্রোগ্রাম ফাইল না খুললে করণীয়।

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট ফাইলগুলো চালু করতে চাইলে অনেক সময় There was a problem sending the command to the program বার্তা দেখায়। ডাইনামিক ডেটা এক্সচেঞ্জ কমিউনিকেশন প্রটোকল ব্যবহার করে উইন্ডোজ তার সোর্স এবং টার্গেট প্রোগ্রামগুলোকে আলাদা ফাইল টাইপ আকারে খুলে থাকে। ব্যাকগ্রাউন্ডে ফাইল চলতে থাকলে ডিডিই কমান্ড অপ্রয়োজনীয় ফাইল খুলতে কখনো বাধা প্রদান করে থাকে। আবার উইন্ডোজ এবং ডিডিইয়ের মধ্যে অফিস অ্যাপ্লিকেশন খুলতে গিয়ে কোনো কমান্ডে বাধাগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দেয়। যা করতে হবে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম চালু করুন। অফিস ওআরবি আইকনে বা রিবনে থাকা FILE মেন্যুতে ক্লিক করে Options নির্বাচন করুন। Excel Option উইন্ডো চালু হলে বাঁ দিকের মেন্যু থেকে Advanced ট্যাবে ক্লিক করুন। এখানে মাউস স্ক্রল করে নিচের দিকে এসে General অংশের Ignore other applications that use Dynamic Data Exchange (DDE)-এর বাঁয়ে টিক চিহ্ন দিয়ে ওকে চেপে বের হয়ে এলে পরবর্তী সময়ে এক্সেল ফাইল খোলার সময় আর সমস্যা থাকবে না।

Comments