ওয়েবসাইট ডেভেলপ করতে চান ! প্রতারিত হওয়ার আগেই জেনে নিন হোস্টিং ডোমেইন এর বিস্তারিত।











ডোমেইনঃ (Domain)

যে কোন রকমের ওয়েব সাইট তৈরি করতে গেলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটা ডোমেইন এড্রেস কেনা । ডোমেইন হলো একটা নাম যে নামটা দিয়ে আপনার ক্লায়েন্ট অথবা টার্গেট ভিজিটর রা আপনাকে খুজে পাবে । যেমন www.facebook.com,www.google.com

ডোমেইন নেয়ার ক্ষেত্রে লক্ষ্যনীয়ঃ

ক. ডোমেইন রেপুটেটেড/ বিশ্বস্ত যে কোন প্রোভাইডার থেকে নিতে পারেন । তবে ব্যক্তিগতভাবে GoDaddy থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে আমি নিষেধ করবো । কেননা , তাদের বিরুদ্ধে ডোমেইন হাইজ্যাক এর মত অভিযোগ আছে ।
খ. ডোমেইন যত ছোট সম্ভব নেয়া বেটার । এতে আপনার ভিজিটরদের আপনার সাইট এর নাম মনে রাখতে সহজ হবে ।
গ. বর্তমানে বাংলাদেশে অনেক রেপুটেটেড প্রোভাইডার আছেন , যাদের কাছ থেকে নিতে পারেন । তবে ডোমেইন এর সাধারন প্রাইস ৭০০-৯০০ এর ভিতর বা around 10$ এর মধ্যে থাকে । কেউ যদি ১০০-৩০০ টাকায় ডোমেইন সেল এর কথা বলে , তাদের কাছ থেকে নিলে ঠকবেন
ঘ. অবশ্যিই ডোমেইন এর কন্ট্রল প্যানেল নিজের কাছে নিবেন । কন্ট্রল প্যানেল দিতে পারবে না এমন প্রোভাইডার এর উদ্দেশ্য অসৎ ।





Comments