দোযখের অভ্যান্তরীণ অবস্থা

পাপীদেরকে দোযখের দ্বারে দাঁড় করার পর দ্বার খুলে দেয়া হবে। খুলে দেয়া মাত্রই ভীষণভাবে গর্জে উঠবে এবং ভীষণ  হতে ভীষণতর অগ্নিশিখা সমূহ উত্থিত করবে। তৎপর দোযখ বিকট চিৎকারে পাপীদেরকে এ বলে ডাকবেঃ অতঃপর হে পাপীগণ! আমার ভিতর প্রবেশ কারা । তৎপর দোযখ হতে বহু ফেরেশতা বের হয়ে পাপীদেরকে দলবদ্ধরুপে দোযখে নিক্ষেপ করবে। নিক্ষেপের পর পাপীগণ সত্তর বছরের পথ নিম্নে যেয়ে দোযখস্থ পাহাড়ে ধাক্কা খাবে। এ সময়ের মধ্যে তাদের দেহের চর্ম সত্তরবার পুড়ে পুনর্গঠিত হবে। দোযখস্থ পাহাড়ে উপনীত হয়ে পাপীগণ সর্বপ্রথম অতি উত্তপ্ত, অতি কন্টকময় সিজ বৃক্ষ খেতে পাবে। পাপীগন এ বৃক্ষ চিবাতে থাকাবস্থায় শাস্তির ফেরেশতা এসে লৌহ মুদগর দ্বারা তাদেরকে নির্দয় ভাবে প্রহার করতে থাকবে। সে প্রহরে পাপীদের অস্থি-মজ্জা চূর্ণ- বিচূর্ণ হয়ে যাবে।

দোযখের অভ্যান্তরীণ অবস্থা
The internal condition of hell
অতঃপর ফেরেশতারা পাপিদের পা ধরে পাহাড় হতে নিম্নে নিক্ষেপ করবে। এ নিক্ষেপে পাপীগণ আরও সত্তর বছরের পথ নিম্নে যেয়ে আরেকটি পাহাড়ে টক্কর খাবে। এ সময়ের মধে সত্তরবার তাদের দেহচর্ম পরিবর্তন হবে, অথচ যে সিজ বৃক্ষ তারা চিবাচ্ছিল, তা তেমনি ভাবে তখনও পর্যন্ত তাদের মুখে থাকবে, গিলিতে পারবে না, গলায় আটকে শ্বাস রুদ্ধ হয়ে যাবে। তখন তারা চিৎকার করে পানি চাইবে। অস্থির হয়ে দোযখস্থ পাহাড় হতে প্রবাহিত নদী ও  ঝরনার পানি পান করতে যাবে। পানি পান করা মাত্র মুখের চর্ম ও মাংস গলে খসে পড়বে। তারপর পাপীগণ তথা হতে পালাতে উদ্যত হবে। তখন ফেরেশতাগণ এসে লৌহ মুদগর দ্বারা এরূপ প্রহার করবে যে, তাতে তাদের অস্থি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।
অতঃপর তাদের দু'পা ধরে তথা হতে হেঁচড়ে নিয়ে এসে পুনরায় দোযখে ফেলে দিবে। এবারের নিক্ষেপে অগ্নির হাল্কার মধ্য দিয়ে জ্বলতে জ্বলতে পুড়াতে পুড়তে পাপীগণ একশ চল্লিশ বছরের পথ দোযখের তলদেশে যেয়ে পড়বে। এ সময়ের মধ্যে পাপীদের দেহে চর্ম সত্তরবার পরিবর্তন হবে।
  সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ ১১৯-১২০)

বাকি পর্ব গুলো পড়ুন

Comments