মোবাইলের কাজ শিখুন ( ডাউনলোড করুণ চায়না মোবাইল এর হার্ডওয়্যার গাইড )

আসসালামু আলাইকুম । আসাকরি সবাই ভালো আছেন । আমি প্রধানত মোবাইল এর হার্ডওয়্যার ও সফটওয়্যারের ( টেকনোলজি সেন্টের - লংগদু ) কাজ করি । তাই ব্লগে সময় দিতে পারিনা।
যারা সার্ভিসিং এ নতুন আমার এই পোস্ট টি তাদের জন্য ।
মোবাইলের সমস্যা প্রধানত দুই রকমের হয় ।

  1. হার্ডওয়্যার
  2. সফটওয়্যার
এই পর্বে আমি হার্ডওয়্যার এর একটি ফ্ল্যাশ প্লেয়ার এর মাধ্যমে চায়না মোবাইলের কিছু সমসসার সংক্ষিপ্ত সমাধান দেখাব। এই ফ্ল্যাশ প্লেয়ারটি ব্যাবহার কোরে আপনি চায়না নন-ব্র্যান্ড মোবাইলগুলোর হার্ডওয়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।
তাহলে প্রথমে ( চায়না মোবাইল হার্ডওয়্যার গাইড) ফ্ল্যাশ প্লেয়ার টি ডাউনলোড করে নিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ


আবার রান করুণ্‌............ নিচের চিত্রের মত আসবে




আবার ENTER-এ ক্লিক করুন
দেখবেন 59 টি কমন টাস্ক-এর একটা লিস্ট এসেছে। আপনার যেটা দরকার তার উপর ক্লিক করুন। যেমন আমরা mic এ ক্লিক করলাম।

 এবার দেখুন মাইক এর কানেকশন ডায়াগ্রাম আসেছে।


 আরও শুরু থেকে জানতে চাইলে কমেন্ট ( মন্তব্ব ) এর মাদ্ধমে জানাবেন।

আমি শুরু থেকে শুরু করবো।

ভুলতো মানুষেরি হয় আর আমিও আকজন মানুষ............


Comments