বাংলালিংকে ফ্রী ইন্টারনেট চালান আপনার কম্পিউটার ও মোবাইলে Banglalink Free Internet

কম্পিউটারে যেভাবে চালাবেন

আপনার কাছে যে ব্রান্ডের বা যে মডেলের মডেম আছে তাতেই সঠিক ভাবে কনফিগারেশন করতে পারলেই আপনি বাংলালিংক সিম দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।


একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।ডাউনলোড করাহলে ফাইলটি আনজিপ করুন। তারপর সেটিং নামে একটি প্রোগ্রাম ফাইল আছে, সেটায় ডাবল ক্লিক করে ওপেন করুন। নিচের চিত্রি অনুজায়ি মিলিয়ে নিন।                                              
      
 তারপর মডেমে বাংলালিংক সিম ঢুকিয়ে নিচের মতো করে কনফিগ/profile করে নিন:

তারপর এই কনফিগটা দিয়ে কানেক্ট দিন।

তারপর ওপেরা মিনি 7.1 প্রোগ্রামে ক্লিক করুন (প্রথমে বার যেটা ডাউনলোড করেছিলেন)

এখানে সেটিং করেনিবেন।

 > Remove Port অংশে টিক চিহ্ন দিন।

> Proxy Type অংশে HTTP নির্বাচন করুন।

> Proxy Sever ঘরে লিখুন 0.facebook.com:80



এবার সেভ করে এই স্ক্রিণ বার বার দেখতে না চাইলে Show on Start ঘরে টিক চিহ্ন উঠিয়ে দিন।


কাজ শেষ আর কিছু লাগবে না। স্বাভাবিক ভাবে ব্রাউজ শুরু করুন। ডাউনলোড করুন আনলিমিটেড।
ডাউনলোডকৃত ফাইলগুলো আপনি filesystem ফোল্ডারে পাবেন।




মোবাইলে ফ্রী বাংলালিংক ইন্টারনেট যেভাবে ব্যাবহার করবেন।
কষ্টকরে পরারজজ্জ ধন্যবাদ। আল্লাহ হাফেজ'
প্রথমে মোবাইলের নেটওর্য়্যাক অপশনের কানেক্টশন সেটিং য়ে নিচের মতো করে কনফিগারেশন করে নিন:

Name = Whatever u wish

Apn= internet

Proxy= 080.239.242.241

Port= 80



এবার যেকোনো হ্যান্ডেলার অপেরা মিনি টি ডাউনলোড করে নিন।

নতুন কনফিগারেশন টি দিয়ে ওপেরা টি ইন্সটল করুন।

এআবা চালু করুন।



এখানে সেটিং করে নিন:



> Remove Port অংশে টিক চিহ্ন দিন।

> Proxy Type অংশে HTTP নির্বাচন করুন।

> Proxy Sever ঘরে লিখুন 0.facebook.com:80





এবার সেভ করে এই স্ক্রিণ বার বার দেখতে না চাইলে Show on Start ঘরে টিক চিহ্ন উঠিয়ে দিন।

এন্ড্রয়েডে:

আর কিছু লাগবে না!! স্বাভাবিক ভাবে ব্রাউজ শুরু করুন। ডাউনলোড করুন আনলিমিটেড।

এন্ড্রয়েডের জন্য http://teca2z.blogspot.kr/2013/09/banglalink-free-internet.html পোস্ট টি ফলো করুন। তবে সবকিছু হয়ে গেলে ব্রাউজ এবং ডাউনলোডের জন্য 0.facebook.com লেখা লাগবে না। সরাসরিই করতে পারবেন!!

অথবা
বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন



Comments