ফ্রী জিপি ইন্টারনেট শকল অ্যান্ড্রয়েড এর জন্য

বন্ধুরা- মন খারাপ করে বসে থাকার কোন সুজুগ নেই। আপনাকে সামনে এগুতে হবেই! আর এক ধাপ সামনে এগুতে মডার্ন টেকনোলজি সব সময় আছে আপনাদের সাথে। আর কথা নয় এবার কাজে আসি।
আমরা বিভিন্ন ভার্সনের অ্যান্ড্রয়েড ব্যাবহার করি।  ফ্রী নেট সব অ্যান্ড্রয়েড এই ব্যাবহার করা যাবে। কিন্তু পুরাতন ভার্সন আর 4.0 এর উপরের ভার্সনের নিয়ম তা সামান্য আলাদা হয়।
যাদের ভার্সন 4.0 এর নিচে তারা প্রথমে gpmms সেটিংস করে নিন>>>>>
আপনাদের
Name : GP MMS
Apn : gpmms
Proxy: 10.128.1.2
Port:8080

আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 4.0 অথবা তার ও ওপরে তারা এই ভাবে সেটিংস করুন
Name : GP MMS
Apn : gpmms
Proxy:010.128.001.002
Port:8080

যাদের ভার্সন 4.0 তারা Oupeng761hui.apk ডাউনলোড করে নতুন ট্যাব এ ওপেন করুন।


আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 4.0 অথবা তার ও ওপরে। তারা Yandex_opera_Mini_APK ডাউনলোড করে নিন।

দুটোরি আনলক কোড
ডাবলু ডাবলু ডাবলু.nextwap.net

তারপর Opera টি open করুন !
তারপর নিচের মত Handler Setting
Proxy type:HTTP.
Proxy server:
Anik @82.145.210.16

N:B:- Use space befour @ ………[Anik @]
এবার সেভ বাটনে ক্লিক

NB: এইটা আগের সেই নিয়ম যাতে ৩ মিনিট পর পর লাইন কেটে যাবে। আবার একাই কানেক্ট হয়ে যাবে। তাই ডাউনলোড দিতে সমস্যা হতে পারে। কিন্তু সাইট ভিজিট করতে কোন সমস্যা হবে না। যে কোন সাইট সরাসরি ভিজিট করা যাবে।

অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে।

Comments