ফ্রী কল করুন এন্ড্রয়েড ও সিম্বিয়ান মোবাইল এর মাধ্যমে যেকোন দেশে


আসসালামু আলাইকুম। প্রিয় টেকনোলজি বন্ধু গন আজ আপনাদের জন্য নিয়ে আসেছি মজার এবং কাজের একটি পোস্ট। এখন আমি আপনাদেরকে এমন একটি টিকস শেয়ার করব যা দিয়ে আপনি বিশ্বের বিভিন্ন দেশে ফ্রিতে কল করতে পারবেন। আর এটি করতে আপনার মোবাইলে ইন্টারনেট একটিভ থাকা লাগবে, এবং একটি সাইটে প্রবেশ করে একটি একাউন্ট খুলতে হবে। সেখান থেকে আপনি পাবেন 20 সেন্ট ফ্রি। 20 সেন্ট দিয়ে যে কোন দেশে প্রায় 6 মিনিট কথা বলা যাবে।  এ ভাবে আপনি প্রতিদিন  এক বা আপনার ইচ্ছামত (লিমিট ছাড়া)  ভিন্ন ভিন্ন ই-মেইল একাউন্ট এর মাধ্যমে কথা বলতে পারবেন আনলিমিটেড। জিমেইল,ইয়াহু মেইল এসব মেইলে একাউন্ট করতে অনেক সময় লাগে বিধায় একের অধিক একাউন্ট করা সম্ভব হয় না। তাই বিকল্প বুদ্ধি হিসেবে আপনি টেম্পোরারি ভাবে  yopmail ব্যবহার করতে পারবেন।  yopmail মেইলে কোন একাউন্ট করতে হয় না। শুধু এড্রেসবারে গিয়ে yopmail লিখে এন্টার চাপলেই yopmail চলে আসবে। সে খানে যে কোন নামে আপনি একাউন্ট খুলতে পারেন। আর ঐ একাউন্ট নাম্বার টি আপনি mobilevoip তে ব্যবহার করতে পারবেন। মজার বিষয় হলো yopmai মেইলে কোন পাসওয়ার্ড লাগে না। শুধু লগইন করবেন এবং কনফারমেশন নম্বর টি একটিভ করে দিবেন। এভাবেই প্রতিদিন আনলিমিটেড কথা বলতে থাকুন আর কোন সমস্যা হলে কমেন্ট করুন। আমরা আপনার কমেন্ট/ মন্তব্যের উপর ভিত্তিকরে বিভিন্ন সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করব।
ফ্রী কল করার জন্য আপনার মোবাইল একটি সফটওয়্যার লাগবে (ডাউনলোড লিঙ্ক নিচে দেয়া আছে )। যদি আপনার এন্ড্রয়েড মোবাইল হয় তাহলে এন্ড্রয়েড ভার্সন আর যদি সিম্বিয়ান মোবাইল হয় তাহলে সিম্বিয়ান ভার্সন সফটওয়্যার টি ডাউনলোড করুন। তারপর রেজিষ্টার অপশনে গিয়ে রেজিষ্ট্রেশন করেফেলুন। রেজিষ্ট্রেশন শেষ হলে এন্ড্রয়েট মোবাইলে যে ইমেইল নাম্বারটি দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন তা সফটওয়ারটি ইন্টসল করার পর দেখতে পারবেন। সেটিংস নামে একটি অপশন আছে ঐ খানে ইমেইল নাম্বারটি প্রবেশ করাবেন এবং পাসওয়ার্ড সেট করে দিবেন। কিছুক্ষণ পর আপনার স্কিনে 20 সেন্ট শো করবে। তারপর +88 অথবা যে দেশে কল করতে চান তার কান্ট্রি কোড ব্যবহার করে নম্বর দিয়ে কল করতে থাকুন। আর সিম্বিয়ানের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। তা হলো রেজিষ্ট্রেশন শেষ হলে ইমেইল চেক করুন। সেখানে একটি SIP নম্বর দিবে ঐ নম্বরটি মোবাইলের সিটিংসে সেট করে দিলেই কাজ শেষ। এভাবেই ফ্রি কল করুন।
সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

Comments