Friday, October 25, 2013

"লো- প্রেশার" রসুনের মাধ্যমে উপশম


আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো।
এখন আমি আপনাদের সাথে যে রোগটি নীয়ে আলোচনা বা সমাধান দিবো। সেটি হচ্ছে "লো- প্রেসার" বা কম রক্ত চাপ। 

রক্ত চাপ কম হলেঃ আপনার শরীরে যদি রক্ত চাপ স্বাভাবিকের চাইতে কমে যায় যেটাকে আমরা বলি লো প্রেসার।
তাহলে আপনি ভাতের সাথে দুই থেকে তিনটি রসুনের কোয়া চিবিয়ে খেলে মাত্র সাত দিনে আপনার শরীরের রক্ত চাপ একধম স্বাভাবিক হয়ে যাবে।
তবে একটানা সাত দিন খাওয়ার পর আপনার রক্ত চাপ পরীক্ষা করতে হবে।
এর পর একদিন অন্তর অন্তর আপনাকে দুটি রসুনের কোয়া ভাত অথবা মুড়ির সাথে খেতে হবে।
তাহলে আপনার রক্তের চাপ সবসময় স্বাভাবিক থাকবে।

সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে এখানেই রাখছি। আল্লাহ্‌ হাফেজ।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।