মুখে অরুচি



অরুচিঃ আদা ও লবনের মাধ্যমে নিরাময়
আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ কৃপায়, আজ থেকে আমি আপনাদের নিকট আমাদের ব্লগে চিকিৎসা বিদ্ধার একটি নতুন অপশন খুলেছি। এখন থেকে আমি প্রতিদিনি কম বেশী বিভিন্ন রোগ নিয়ে লিখবো।
তাই আজ আমি আপনাদের নিকট যে রোগ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে "আরুচি"।

অরুচি হলে কি হয়ঃ আমরা প্রত্যেকেই কিছু কিছু  সময় মুখে খাবারে অরুচি জিনিত সমস্যায় ভুগি। খবারে অরুচি হলে আপনার কোন কাজে মন বসেনা। ঝিমুনি ভাভ আসে।  আর ঠিক শেই সময় যদি সঠিক চিকিৎসা করতে না পারেন
তাহলে সাস্থের জটিল ও কঠিন সমস্যায় পরতে পারেন।

অরুচি থেকে নিরাময়ের উপায়ঃ আপনি প্রতিদিন সকালে আদা লবন খেলে মুখের অরুচি ভাব চলে যাবে।

অথবা
অরুচি হলে আহারে রুচি ফিরিয়ে আনার জন্য সিকি কাপ পানিতে দু' চা-চামস আদার রস ও অল্প লবন দিয়ে ১০-১৫ মিনিট মুখে দিয়ে রাখবেন, মুখের অরুচি চলে যাবে।  

Comments