মাথা ব্যাথা কমাতে মুসুর ডাল দীয়ে চিকিৎসা করে নিন

মাথা ধরাঃ মাথা ব্যথা প্রতিটা মানুষের যেন একটি কমন ও স্বাভাবিক রোগে পরিনতি হয়েই আছে। তাই মাথা ব্যথা থেকে মুক্ত থাকতে মুসুর ডাল দীয়ে ঘরে বসে নিজেই নিজের চিকিৎসা করে নিন।
চিকিতসাঃ খোসাসমেতে মুসুর ডাল এক লিটার পানিয়ে সিদ্ধ করুন। তারপর নামিয়ে রাখুন। এগুলো ঠাণ্ডা হয়ে থিতিয়ে জাওয়ার পর আস্তে আস্তে একটা পাত্রে ঢেলে নিন। এবার সে পানিটা কয়েকদিন ধরে খেলে মাথা ব্যথা শেরে যাবে।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ্‌ হাফেজ।

Comments