ব্লগে Bidvertiser এর বিজ্ঞাপন (Add) প্রকাশ করার নিয়ম

বন্ধুরা- সবার প্রতি রইলো আমার আন্তরিক সুভেচ্ছা । আশা করি সবাই অনেক ভালো আছেন । আর এটাই আমার কাম্য ।
এখন আমি আপনাদের জন্য যে বিশেষ পোষ্ট লিখব , আমার বিশ্বাস এটি আপনাদের ব্লগের জন্য খুবই সহায়ক একটি বিষয় হবে (যারা না জানে তাদের জন্য) । 
 এখন আমরা সিখব কিভাবে  Bidvertiser এ Add publishers করা যায় ।
যদি আপনার Bidvertiser অ্যাকাউন্ট থাকে তাহলে নিচের নিয়ম গুলো অনুসরণ করে আপনার ওয়েব সাইট বা ব্লগ এ Bidvertiser এর Add publishers করেন ।

Bidvertiser এ Add publishers করতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ।


  ১।  http://www.bidvertiser.com এ গিয়ে লগ ইন করুন ।
  ২। publishers center এ ক্লিক করুন ।
  ৩। এবার ADD new BidVertiser এ ক্লিক করুন ।
  ৪। এবার যা যা দিতে বলবে তা দিবেন । আর যদি কোন কিছু দিতে না পারেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ।
  ৫। এবার Choose template এ ক্লিক করুন । আপনার ইচ্ছা মতো template choose করুন ।
  ৬। এখন Get Ad Code এ ক্লিক করুন । এবার এই খানে যেই কোড টি এসেছে সেই টি কপি করুন ।
  ৭। তার পর আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান । এখান থেকে tamplate এ যান ।
  ৮। এখন Edit HTML এ ক্লিক করুন ।
  ৯। এবার আপনার কপি করা কোড টি <head> এর নিচে paste করুন ।
  ১০। তার পর save tamplate এ ক্লিক করুন ।
 এছারাও আপনি আপনার ব্লগের যেকোনো পাশে বিজ্ঞাপন (Add) প্রকাশ করতে পারেন। ব্লগের যে কোন পাশে বিজ্ঞাপন প্রকাশ করার জন্য
আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান । এখান থেকে Layout এ যান । এবার যে কোন একটি Add a Gadget এ ক্লিক করুন । এর পর সেখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন। এরপর লিখার জন্য দুটি খালি বক্স আসবে Title ও Content নামে ।  উপরুল্লেখিত BidVertiser কপি করা কোড গুলো Content এর বক্সে Pest করে দিন। এবার Save বাটনে ক্লিক করুন ।
(আপনি ইচ্ছে করলে আপনার তৈরি করা এই Gadget টি টেনে যেকোনো পাশে বসাতে পারেন) । যদি আপনি টেনে অন্য পাশে বসাতে চান তাহলে Gadget টি বসানোর পর Save Arrangement এ ক্লিক করতে হবে । এবার আপনার ব্লগটি চেক করে দেখুন , ব্লগে বিজ্ঞাপন (Add) শো করছে। 
সবাই সুস্থ ও ভালো থাকুন। আর কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুল করবেননা। আল্লাহ্‌ হাফেজ।

Comments