Friday, November 1, 2013

পেট ব্যথা , মুসুর ডাল দিয়ে চিকিৎসা নিন

পেট ব্যথাঃ যে কোন কারনেই  পেট বেদনা করতে পারে। কিন্তু আমদের হাতের নাগালের সামান্য মুসুর ডাল দিয়ে এর চিকিৎসা  করা জেতে পারে। 
চিকিতসাঃ  খোসা সহ  নুসুর  ডাল  ২৫-৩০ গ্রাম নিয়ে ৫ কাপ  পানিতে সিদ্ধ করে  নিতে  হবে। 
তারপর  দুই কাপ  থাকতে  নামিয়ে  ছেঁকে নিন।  কিছুক্ষণ রেখে পানিটা ঠাণ্ডা করে  আধ ঘণ্টা অন্তর  অন্তর খাবেন । 
পেট বেদনা  কমে  যাবে। 

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।