যক্ষ্মা রোগ নিরাময় হয় অর্জুন ছালের মাধ্যমে

যক্ষ্মা রোগেঃ  প্রথমে অর্জুন গাছের ছালকে রোদে ভালোভাবে শুকীয়ে তারপর মিহি করে গুঁড়া করতে হবে। তারপর পরিস্কার পাতলা কাপরে ছেকে বাসক পাতার রসে ভিজিয়ে আবার রোদে শুকীয়ে নেয়া দরকার।
এভাবে বাসক পাতার রসে ভিজিয়ে মোট সাতবার রোদে শুকিয়ে নিতে হবে। এবার ঐ গুঁড়া ৩ গ্রাম পরিমাণ নিয়ে দু-চামচ মধু, চিনির সাথে মিশিয়ে রোজ সকালে এবং সন্ধ্যায় মোট দু-বার খেতে হবে। এ রোগে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন পরে। কাজেই চিকিৎসককে অনেক ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে। রোগীকেও অনেক ধৈর্য ধারন করতে হবে।
সবাই সুস্থ থাকবেন। আল্লাহ্‌ হাফেজ। 

Comments