কেটে গেলে বা আঘাত জনিত রক্ত পাতে দূর্বা ঘাস

দূর্বা- ঘাস কে না চিনে ! সবারি পরিচিত গাস । কিন্তু তার আছে বহুবিদ গুন। আর এসব গুনের মধ্যে সামান্য একটি গুন হচ্ছে কাটা ছেড়ার ঔষধ।
কেটে গেলে বা আঘাত জনিত রক্ত পাতেঃ শরীরের কথাও কেটে- ছিরে গিয়ে রক্ত পাত হতে থাকলে টাটকা দূর্বা সামান্য পানি দিয়ে থেঁতো করে আক্রান্ত স্থনে সেই থেঁতো দূর্বা লাগিয়ে দিলে রক্ত পাত বন্ধ হয় এবং কাটা যায়গা দ্রুত যোড়া লাগে ।

Comments