Wednesday, November 6, 2013

প্রস্রাবের জালা যন্ত্রণায় আমলকী, দুধ, মিছরির ব্যাবহারে ভালো ফলাফল পাওয়া যায়

আসসালা মুয়ালাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো। বিশেষ বেস্ততার কারনে দুই-দিন আপনাদের জন্য কোন কিছু লিখতে পারিনি। তাই আজ সকল বেস্ততার অবসান কাটিয়ে আজ আবার আপনাদের সামনে হাযির হয়েছি নতুন একটি হেকিমি চিকিৎসা বিদ্যা নিয়ে।

আজকের বিষয় হচ্ছে, প্রস্রাবে জালা যন্ত্রণা উপশম  

চিকিতসাঃ আমলকীর রস ৪ (চার) তোলা, খাটি কাচা দুধ আদ পোয়া এবং কিছু মিছরি চূর্ণ একসাথে মিশিয়ে সরবত তৈরি করে নিন। প্রতিদিন সকালে এবং বিকালে এইভাবে সরবত তৈরি করে খেলে এক সপ্তাহের মধ্যেই প্রস্রাবের জালা যন্ত্রণা কমে যাবে ইনশাআল্লাহ্‌। 

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।